• ঢাকা
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুরে মাওলানা লুৎফুর রহমানের দাফন সম্পন্ন, জানাজায় লাখো মানুষের ঢল 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৪ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:০৯ পিএম;
লক্ষ্মীপুরে মাওলানা লুৎফুর রহমানের দাফন সম্পন্ন, জানাজায় লাখো মানুষের ঢল 
লক্ষ্মীপুরে মাওলানা লুৎফুর রহমানের দাফন সম্পন্ন, জানাজায় লাখো মানুষের ঢল 

লাখো মুসল্লীর শ্রদ্ধা, ভালোবাসা ও অশ্রুজ¦লে সোমবার সকাল সাড়ে ৮টায় জেলার রামগঞ্জ উপজেলার গাজীপুর রাজ্জাকিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম ও সাড়ে ১০টায় করপাড়ার বদরপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে নন্দিত মুফাসসিরে কুরআন, প্রবীন আলেমেদ্বীন আল্লামা লুৎফুর রহমানের। জানাজায় ইমামতি করেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী মসজিদের খতিব আওলাদে রাসুল (সা:) সাইয়্যেদ আনোয়ার হোসেন তাহের জাবেরী আল মাদানী।.

লক্ষ্মীপুরের ইতিহাসে সর্ববৃহৎ এ জানাজা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি ও সাবেক এমপি মিয়া মো. গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারী এটিএম মাসুম, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি মো. শাহজাহান, এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. রেজাউল করিম, মাও. দ্বীন মোহাম্মদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক এড. আতিকুর রহমান, অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমীর রুহুল আমিন ভূইয়া, নায়েবে আমীর এড. নজির আহমদ ও এআর হাফিজ উল্যাহ, ভিপি আব্দুর রহিম, মির্জা জাহিদুল ইসলাম প্রমূখ।.

এসময় আরও বক্তব্য রাখেন, ড. খলিলুর রহমান মাদানী, মুহাদ্দিস আবু নছর আশরাফী, রফিক উল্লাহ আফসারী, মাও. নুরুল আমিন, মাহমুদুর রহমান দেলোয়ার, মোল্লা নাজিমুদ্দিন, অধ্যক্ষ জায়েদ হোসেন ফারুকী, সাইয়্যেদ মাহবুব ইজ্জুদ্দীনসহ দেশ বরণ্য ওলামা ও মরহুমের পরিবারের সদস্যবৃন্দ। দেশ বিদেশে তুমুল জনপ্রিয় এ ইসলামিক আলোচকের জানাজায় দল-মত নির্বিশেষে সাধারণ জনতা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। .

উল্লেখ্য, ব্রেণস্টক করে কিছুদিন যাবত রাজধানী ঢাকার ইবনেসিনা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় গত রোববার শেষ নি:শ^াস ত্যাগ করেন তিনি। সেদিন রাত সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়েছিলো তাঁর। ১৯৪০সালে লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামে জন্মগ্রহণ করেন মাওলানা লুৎফর রহমান। তার পিতা মাও. আব্দুস সামাদও ছিলেন একজন প্রসিদ্ধ আলেম, মায়ের নাম বেগম মাকসুদা খাতুন। ব্যক্তি জীবনে তিনি ৫ মেয়ে ও ২ ছেলের জনক ছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি দায়িত্ব পালন করেছেন।.

জানাজায় উপস্থিত আলোচকগণ বলেন, বহুভাষা পারদর্ষী বর্ষীয়ান এই আলেম দীর্ঘ ৫৪ বছর দেশের প্রায় প্রতিটি জেলা, উপজেলাসহ প্রত্যন্ত অঞ্চলে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের স¦মন্বয়ে অত্যন্ত সাবলির ভাষায় কুরআনের তাফসির পেশ করেছেন। তাঁর আলোচনায় মুগ্ধ হতেন তরুণ ও যুবসমাজ। দেশের গন্ডি পেরিয়ে সৌদি আরব, কাতার, কুয়েত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, কোরিয়াসহ প্রাচ্য ও প্রাশ্চাত্ব্যের বহু দেশ ইসলাম প্রচারে অবদান রেখেছেন তিনি। বক্তারা আরও বলেন বরেণ্য এই আলেমের মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। এসময় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান সবাই।.

.

ডে-নাইট-নিউজ / আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি :

শোক-সংবাদ বিভাগের জনপ্রিয় সংবাদ